শ্যামলবাংলা ডেস্ক : বুরকিনা ফাসোতে মঙ্গলবার এক জঙ্গি হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, নিহতের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া দেশটির সেনারা জানিয়েছে, সৌম প্রদেশের অরবিন্দা শহরে সেনা ক্যাম্পে জোড়া হামলায় ৮০ জঙ্গি ও ৭ সেনা নিহত হয়েছে। সেনাদের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বহু সংখ্যক সন্ত্রাসী সেনা ক্যাম্প ও অরবিন্দা শহরে হামলা চালিয়েছে।
টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট রোচ মার্চ ক্রিস্টিয়ান কাবোর বলেন, বর্বোরোচিত হামলায় ৩৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারী বেশি। পরবর্তীতে দেশটির যোগাযোগ মন্ত্রী এবং সরকারের মুখপাত্র রেমিস ডান্ডজিনৌ বলেন, নিহতের ৩১ জনই নারী। এছাড়া তিনি আরও বলেন, অন্তত ২০জন সেনা আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ৪৮ ঘন্টাব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে বেশিরভাগ সময়ই আল কায়েদা ও আইএস হামলা চালায়। আল জাজিরা, এনডিটিভি।