শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় শ্রীবরদী পৌর শহরের আম গোরস্থান মাঠে নামাজে জানাজা নামায শেষে তাকে দাফন করা হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মজীবনের স্মৃতিময় নানা দিক তুলে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র আবু সাইদ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ আহসান, জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শ্রীবরদী উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু ছালেহ, আব্দুর রহিম দুলাল, আব্দুল্লাহ আল মামুন দুলাল, অধ্যক্ষ নুরুজ্জামান বাদল, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, মরহুমের বড় ভাই আব্দুল হাকিম, সাংবাদিক জি.এইচ. হান্নান প্রমুখ।

তার অকাল মৃত্যুতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন সাংবাদিক আব্দুল বাতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ভাই-বোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
