নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে সরকারি হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে পত্রিকার নকলা প্রতিনিধি মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী শাহ সুফি আব্দুস সবুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোশারফ হোসাইন প্রমুখ।

ওইসময় অধ্যক্ষ রেজাউল আলম, সুপার সেকান্দর আলী, আমার বার্তা প্রতিনিধি হারুনুর রশিদ, চ্যানেল এস প্রতিনিধি শাহাজাদা স্বপন, এশিয়ান টিভি প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, মুভি বাংলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, আজকের বাংলাদেশ প্রতিনিধি শফিউজ্জামান রানা, আমার সংবাদ প্রতিনিধি আব্দুর রফিক, ইনিউজ৭১ প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, প্রভাষক শফিউল আলম সোহেল, সহকারী শিক্ষক এসএম শহীদ লিটন, হারুনুর রশিদ, লুৎফর রহমান লাভলু মিয়া, জাহাঙ্গীর হোসেন, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা নুরুল হক, চাঁন মিয়া, ইউটিউবার আল আমিনসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন এর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপন করা হয়।
