স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদীর অবৈধ বালু মহালে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এবং শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় ১২টি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট প্লাস্টিকের পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া এবং ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী স্থানে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিবির তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প
ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ, তাতিহাটি-রানীশিমুল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।