সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৯ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধে নিহত ১ ॥ আহত ৬

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৯ ৫:২৬ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে খোকন গাজী (৫৩) নামে এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের অন্তত: ৬ জন গুরুতর আহত হয়েছেন। ২২ ডিসেম্বর রবিবার সকালে শ্রীবরদী শহরের সাতানি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন গাজী। এদিকে ওই ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী এলাকার মৃত আব্দুল আওয়াল গাজীর ২ ছেলে মানিক গাজী ও খোকন গাজীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রবিবার সকাল ৯ টার দিকে খোকন গাজী স্ত্রী-পুত্র নিয়ে বাসষ্ট্যান্ডের পাশে বাসা দখল করতে গেলে মানিক গাজীর পরিবারের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে খোকন গাজী, তার স্ত্রী শামসুন নাহার, ছেলে সাগর গাজী ও মেয়ে কাঞ্চন বেগম এবং অপর পক্ষের মানিক গাজীর স্ত্রী হেলেনা বেগম, মেয়ে ময়না বেগম ও সুমি বেগম গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খোকন গাজী এবং প্রতিপক্ষের ময়না বেগম ও সুমি বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত ১১টার দিকে খোকন গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে ওই ঘটনায় খোকন গাজীর ছেলে সোহাগ গাজীর দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে মানিক গাজীসহ ৫ জনকে গ্রেফতার করে। তবে প্রতিপক্ষের তরফ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২ ভাইয়ের পরিবারে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!