ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক ডেল্টা প্ল্যানের আওতায় নদী ও জলাশয় দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদের তীরে অভিযান চালানো হচ্ছে। সে লক্ষ্যেই ব্রহ্মপুত্র নদের তীরের বেশ কিছু অংশ দখল করে বাড়িঘর নির্মাণ করায় সেগুলোকে অবৈধ ঘোষণা করে তারা উচ্ছেদ অভিযানে নেমেছে এবং নদীর তীর পুরোপুরি দখলমুক্ত না হওয়ায় এই অভিযান চালু থাকবে বলে জানা গেছে।
পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের যৌথ অংশগ্রহণে ওই অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. সাজ্জাদুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম। অভিযান চলাকালে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেছেন। অভিযান চলাকালে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভীড় দেখা গেছে।

অভিযানের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদুল হাসান বলেন, গত এক মাসে মোট ৪ বার মাইকিং করা হয়েছে এবং সবাইকে ২১ ডিসেম্বরের মাঝে তাদের বাড়িঘর ও মালামাল সরিয়ে নিতে সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করায় শহরের পাটগুদাম এলাকা হতে কাচারীঘাট পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে। উচ্ছেদ অভিযানে চর ঈশ^রদিয়া মৌজার ৯৩৬টি এবং সিটি কর্পোরেশন এলাকার ৮৯টি সহ মোট ১ হাজার ২৫টি ঘর উচ্ছেদ করা হচ্ছে বলে জানান তিনি। উচ্ছেদ অভিযানের পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
