নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উৎসবমুখর পরিবেশে পালন করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার বারমারী ক্যাথলিক খ্রিস্টধর্মপল্লীর মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি বলেন, আমরা ধর্মভীরু তবে ধর্মান্ধ নই। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আমরা মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের এই শান্তিপুর্ণসহাবস্থান বিনষ্ট করতে চায়। তাই এদের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যার যার ধর্মীয় আচার অনুষ্ঠান ধর্মীয় চেতনায় উদযাপন করবে, আমরা নিরাপত্তা দেব। এজন্য আপনাদের সহযোগিতা প্রদানের পাশাপাশি শেরপুর জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারমারী খ্রিস্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র মাইকেল চিরান, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা, জেলা পরিষদ সদস্য ও নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার বিল্লাল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, মিজানুর রহমান, শিক্ষক উবায়দুল ইসলাম, আ’লীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুচিত্রা চিছাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাজী আজাদ মিয়া, সুধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
