শ্যামলবাংলা ডেস্ক : ২০১৬ সালে ‘বাঘি’ সিরিজের প্রথম পর্বে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। এরপর ‘বাঘি টু’ মুক্তি পায় ২০১৮ সালে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাইগারের ‘প্রেমিকা’ দিশা পাতানি। এর গল্পে এই অভিনেত্রীর চরিত্রকে মারা যেতে দেখা যায়। তাই নতুন পর্বে পুনরায় শ্রদ্ধার আগমন ঘটে এবং এতে দিশার উপস্থিতি নিয়ে সংশয় ছিল।

তবে ‘বাঘি থ্রি’তেও ভক্তদের অনুরোধে দিশাকে আবার দেখা যাবে। তাকে একটি বিশেষ গানের জন্য সিনেমাটিতে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার মুম্বাইয়ে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে এই অভিনেত্রীর।
এ ব্যাপারে সিনেমাটির সংশ্লিষ্ট সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, মুম্বাইয়ের স্টুডিওতে শুটিংয়ের জন্য সেট নির্মাণ করা হয়েছে। এতে প্রায় একশ’ নৃত্যশিল্পীকে নেতৃত্ব দেবেন দিশা।
এর আগে ২০১৬ সালে ‘বাঘি’ ও ২০১৮ সালে ‘বাঘি টু’ মুক্তি পায়। ‘বাঘি থ্রি’ আসবে ২০২০ সালের ৬ মার্চ।
