শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। দলের নেতাকর্মীদের সেই মানসিকতা ধারণ করতে হবে। তিনি ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের শুরুতে ওই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কী পেলাম- সে চিন্তা না করে দেশের প্রতিটি নাগরিকের অধিকার পূরণে আমাদের কাজ করতে হবে। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা সেই বিশ্বাস নিয়ে কাজ করতে চাই।’ এ সময় বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগকে গড়ে তুলতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
