স্টাফ রিপোর্টার ॥ ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র তুলসিমালায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সামছুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ডি এম সাদিক আল শাফিন, ইসলামী ব্যাংক লিমিটেড, শেরপুর শাখার ব্যবস্থাপক এএএম মাজহারুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে দেশের যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এতে করে এসব দক্ষ-শ্রমিকদের যেমন কর্মসংস্থান হচ্ছে পাশাপাশি দেশের অর্থনীতির চালিকা শক্তিতে তাঁরা অপরিসীম ভূমিকা রাখছেন। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে যেসব দক্ষ শ্রমিক বিদেশে যাচ্ছেন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সেসব দেশের ভাষা সম্পর্কেও তাঁদের জ্ঞান ও ধারণা থাকা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা।
ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, মোছাঃ ফরিদা সুলতান, তামারা তাজবিহা, মাহমুদুল হাসান, জুবায়ের হোসেনসহ বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
