শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান বাস্তবতায় জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। দেশের রাজনীতিতে একটি শূন্যতা বিরাজ করছে। ওই শূন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন, আবার অনেকেই যোগ দিতে যোগাযোগও করছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
জিএম কাদের বলেন, আগামী দিনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে জনগণের সমর্থন নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করবে। তিনি আরও বলেন, শৃঙ্খলাই শক্তি। তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের ওইসব কথা বলেন।
এর আগে ফেনী জেলা বিএনপি নেতা ভিপি জহির ও ভিপি বেলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা অন্য দল থেকে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেয়া হবে। তিনি বলেন, যে সব আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, সেগুলো আমরা আগামী নির্বাচনে পুনরুদ্ধার করতে চাই। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের সামরিকবিষয়ক উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, আমরা শান্তির রাজনীতি করি। আমরা কারও সঙ্গে সংঘাতে জড়াব না। তবে কোনো শক্তি সংঘাতে বাধ্য করলে জাতীয় পার্টি পিছপা হবে না।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আকতার এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা মোহাম্মদ নোমান, মাহমুদুর রহমান মাহমুদ, ভাইস-চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন ভূঁইয়া, আমির হোসেন ভূঁঞা, নির্মল দাস, ফখরুল আহসান শাহজাদা, মোহাম্মদ হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ প্রমুখ।