মৃত্যুতে নেই ভয়
কাজী আদম
……………………….
দিচ্ছে কালের ডাক পাথর কঠিন মৃত্যু আমায়,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,যাবো আমি যুদ্ধ করে-
হবো সত্য প্রকাশে নির্ভীক।
মৃত্যু আমি পাই না ভয়,মৃত্যু তো সবার নাকের ডগায়।
সত্য প্রকাশে যদি দাও বাঁধা,যদি বলো কেটে নেবে গর্দান,
তাতে আমি পিছু হটবো না,প্রয়োজনে সত্যের পথে জীবন করবো দান।
মৃত্যু আমার চলার সাথি-
অপসংস্কৃতির সাথে যুদ্ধ করে তোমাদের মনে জ্বালাবো বিবেকের বাতি।
মৃত্যুর ভয়ে করবো না তোমাদের মতো নরপশুর কাছে হাতজোড়,
আর মৃত্যু সে-তো কাছে থেকেও বহুদূর।
যে যাই বলো অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে সামনে যাব,
সবার তরে সবার ঘরে সত্যের দূত পৌঁছে দেব।
সত্যের হবে জয় নিশ্চয়,মৃত্যুতে নেই ভয়।