সোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-মুশফিক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০১৯ ২:০৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির সেই মুক্তির দিন আজ। পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে বাংলাদেশ, তার ৪৮ বছর পূর্তি উদযাপন করছে গোটা জাতি। আর এই বিজয় উদযাপনে পিছয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররা। বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানাচ্ছেন সবাই। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তাদের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন।
সাকিব আল হাসান লেখেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

Shamol Bangla Ads

নিজের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে হাস্যজ্জল একটি ছবি পোস্ট করেছেন মুশফিক।ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা অনেকেই আমাদের জাতীয় পতাকার লাল সবুজ বর্ণের অর্থ জানিনা। আজকের এই বিজয়ে আমি এর মানে শেয়ার করতে চাই। লাল বৃত্তটি সমান্য বাম দিকে স্থাপন করা হয়েছে, যেন পতাকাটি উড়ানোর সময় এটি মাঝ বরাবর দেখানো যায়। এটি বাংলার উপরে সূর্যদয় এবং ১৯৭১ সালের শহীদের যে রক্ত ঝড়েছিলো তার অর্থ বহন করে। সবুজ বর্ণ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতা প্রদর্শণ করে। আজ আমরা এই পতাকাটি অতি গর্বের সঙ্গে বুকে ধারণ করে রেখেছি। ১৬ ডিসেম্বর- এমন একটি বিজয় যা আমাদের অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাকে কখনও ভোলা যাবে না।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!