স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। শনিবার গভীর রাতে শহরের দক্ষিণ গৌরীপুর এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের দক্ষিণ গৌরীপুর এলাকার ফল ব্যবসায়ী আব্দুল হামিদের বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা হাফ বিল্ডিং বসতবাড়ির ৬ টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে হামিদের বাড়ির ৬টি কক্ষে থাকা টেলিভিশন, ফ্রিজ, কাপড়-চোপড়, মূল্যবান আসবাবপত্র ও নগদ টাকা সম্পূর্ণ ভস্মিভূত হয়। এতে সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন। খবর পেয়ে শেরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
