স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মক্ষেত্রে আমি কখনও কারও সাথে কোনোদিন কটু কথা বলিনি, খারাপ আচরণ কিংবা গালি দেইনি। আমি অহেতুক কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, নির্যাতন করেছি, দলমত নির্বিশেষে কেউ এ কথা বলতে পারবেন না। তিনি বলেন, মানুষকে বুঝিয়ে, মোটিভেট করে অনেক কিছু করা যায়। ওইসময় তিনি তার কথায়, আচরণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, সেজন্য সকলকে নিজগুণে ক্ষমা করার জন্য অনুরোধ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি বলেন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি স্যার একজন প্রফেশনাল জনবান্ধব পুলিশ কর্মকর্তা। তিনি পুলিশের কাজকে মানবিকতার সাথে মিশিয়ে অসাধারণ করে তুলেছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে এ শিক্ষা কাজে লাগবে। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বিদায়ী ডিআইজি নিবাস চন্দ্র মাঝির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, সাংবাদিক হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ। পরে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ডিআইজির হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এছাড়া ৫ থানার ওসি, প্রেসক্লাব, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জাহান শাপলা, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্যসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।