শ্যামলবাংলা ডেস্ক : গত ২৯ সেপ্টেম্বর কালারস টিভিতে শুরু হয়েছে ‘বিগ বস রিয়েলিটি শোর ১৩তম সিজন। এ শো’টির সঞ্চালক হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন খবর হল; এই শোয়ে নাকি আর দেখা যাবে না বলিউডের হার্টথ্রব এ অভিনেতাকে। আর তার পরিবর্তে এই শোয়ের সঞ্চালনায় দেখা যাবে নতুন মুখকে। আর তিনি হলেন ফারাহ খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ওই তথ্য দিয়েছে। সূত্রের খবর, বিগ বস ১৩’র প্রতিযোগীদের ব্যবহারে মোটেও খুশি নন সালমান। আর সেই জন্যই এই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বলছে, বিগবস থেকে সরে আসতে। আর এক অংশ বলছে থাকতে।’
শোনা যাচ্ছে, সলমনের পরিবারও নাকি চাইছেন না ভাইজান আর বিগবসে সঞ্চালনার কাজ চালিয়ে যান। যদিও বাবা সেলিম খানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শো ছাড়ার ব্যাপারে আমরা ওকে কোনও মতামত দিইনি। ওঁর যেটা ঠিক মনে হবে,সেটাই করবে।’
এই শোয়ে সঞ্চালকের ভূমিকায় কাজ করতে গিয়ে কখনও কখনও অতিরিক্ত স্ট্রেসের শিকার হতে হয়। তাই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ২০১১ সাল থেকে বিগ বস-এর সঙ্গে জড়িত তিনি। শেষ কবে সালমান শ্যুটিং করবেন বিগবসের জন্য সেটা এখনও জানা যায়নি। জানুয়ারি থেকে ফারহা খান শ্যুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যদিও গোটা ঘটনা নিয়েই এখনও পর্যন্ত অনুষ্ঠানের প্রযোজক সংস্থা, সালমান কিংবা ফারাহ কেউই কোনও মন্তব্য করেননি।