ময়মনসিংহ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’কে সামনে রেখে ‘বাল্যবিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ’ বাস্তবায়নে নগরীতে প্রায় ৪ কিলোমিটারব্যাপী র্যালি, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েচে। ১১ ডিসেম্বর বুধবার সকালে ওই অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। এরপর গণস্বাক্ষরতা অভিযানের উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার হুমায়ুন কবীরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও হাজার হাজার শিক্ষার্থী, জিও, এনজিও সামাজিক সংগঠনের সর্বস্তরের মানুষ অংশ নেন।
