মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অষ্টকালীন লীলা কীর্ত্তণ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০১৯ ৭:০৭ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় শেরপুরের শ্রীবরদীর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও মধ্য বাজার আয়োজিত ৫ দিনব্যাপী পরিবেশন করা হয় হরিনাম সংকীর্ত্তণ ও অষ্টকালীন লীলা কীর্ত্তণ।
এতে অংশ গ্রহণ করেন দেশের খ্যাতনামা কীর্ত্তণ লীলা দল। এসব দলগুলো হচ্ছে খুলনার নব বৃন্দাবন সম্প্রদায়, নেত্রকোনার জয় ভজ বিলাস সম্প্রদায়, সিরাজগঞ্জের গোলাপ বালক সম্প্রদায়, ক্ষ্রামনবাড়িয়ার গুরু দক্ষিণা সম্প্রদায়, গোপালগঞ্জের অষ্টসখী সম্প্রদায় ও পঞ্চগড়ের কৃষ্ম বলরাম সম্প্রদায়। শুক্রবার পরিবেশন করা হয় লীলা কীর্ত্তণ। লীলা কীর্ত্তণ পরিবেশন করেন বগুড়ার শ্রী দুলাল মহন্ত, শ্রীমতি ভানতি রানী সরকার ও জয়পুরহাটের শ্রীমতি চন্দ্র রানী সরকার। এ ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের শতশত লোকের সমাগম ঘটে। কীর্ত্তণের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে মন্দির প্রাঙ্গন।

Shamol Bangla Ads

আয়োজকরা জানান, কালিযুগে জীবের দু;খ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্ত্তণ। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবানের অনন্ত প্রেমের অভিপ্লাপ্ত আকুল বাসনায় প্রতি বছরের মতো এবারো শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ১৭তম বার্ষিকী, ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞানুষ্ঠান, অষ্টকালীন লীলা কীর্ত্তণ ও মহাপ্রসাদের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নিরাপত্তার ব্যবস্থা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!