স্টাফ রিপোর্টার ॥ ‘যৌন নিপীড়ন ও ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের পৌর অডিটোরিয়ামের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসম সোহেল নয়ন, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সাংস্কৃতিক কর্মী কমল চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান যুথী, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, কোষাধ্যক্ষ নীরু শামছুন্নাহার নীরা, শ্যামলী মালাকার প্রমুখ। ওইসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
