স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের খরমপুরস্থ এলএসডি গোডাউনে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোাদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকরা অনেক কষ্টে ধান উৎপাদন করেন। তাই কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেজন্য সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে তারা যেন কোন প্রকার হয়রানীর শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংগ্রহ অভিযান উদ্বোধনকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন, শেরপুর সদর গোডাউনের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা রাহাত হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা চাউলকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর শেরপুর জেলার ৫টি উপজেলায় ৯ হাজার ৪শ ১৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এ জন্য ইতোমধ্যে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। তবে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনও ঠিক করা হয়নি বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।
