শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল আয়োজন করা হচ্ছে বিশেষ গুরুত্ব দিয়ে। টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে তাই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে এলেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলের সদস্যরা। ৯ ডিসেম্বর সোমবার সকালে মিরপুরে অনুশীলনের পর দুপুরে দল বেঁধে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যান মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুমিনুল হকসহ ঢাকা প্লাটুনের খেলোয়াড়রা। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও।

দেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় এ বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। পরবর্তীতে বাড়িটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ১৫ আগস্টের সেই ভয়াল নৃশংসতার নিদর্শন খুব কাছ থেকে দেখলেন মাশরাফি-তামিমরা। শ্রদ্ধায় অবনত হলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের প্রতি।
তামিম সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক কিছুই জানতাম না। আজ এখানে এসে অনেক কিছুই দেখলাম, জানলাম। সত্যি বলতে কী আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম ১৫ আগস্টের ভয়াল দৃশ্যগুলো দেখে।’
উল্লেখ্য, ১১ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল। পরদিন মাশরাফির ঢাকা প্লাটুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।
