শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ গ্রেফতারি পরোয়ানা তামিল, জঙ্গি, মাদক, গুজব, ইভটিজিং নির্মূলে কমিউনিটি অংশ গ্রহণে শেরপুরের শ্রীবরদীতে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার দুপুরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি বলেন, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে সে কখনো শান্তিতে ঘুমাতে পারে না। এ জন্য প্রয়োজন ওয়ারেন্টভূক্ত লোকদের আইনের কাছে আত্মসমর্পন করে জামিনের ব্যবস্থা করা। যেন তারা শান্তিতে ঘুমাতে পারে। আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) অবিরত রায়। শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ।

ওই সময় অন্যান্যের মধ্যে জহুরুল হক মুন্সী (বীর প্রতীক বার), বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান হামিদউল্লাহ তালুকদার, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি, ওয়ারেন্টভুক্ত আসামীদের আত্মীয় স্বজন ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
