স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি অঙ্গনে আয়োজিত ওই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুন্সী মোঃ মহসিন, এডভোকেট রাশেদুর রহমান রাসেল প্রমুখ। সমাবেশে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।