স্টাফ রিপোর্টার ॥ ‘প্রজন্মের বন্ধন’-এই শ্লোগানকে সামনে রেখে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শেরপুরে ব্যবসায়ীদের নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত ওই রিটেলার সম্মেলনে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের এজিএম সেলস্ মো. পলাশ আকতার, মার্কেটিং ফাংশন ম্যানেজার মো. সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের ডিএস এম আতিকুর রহমান, ময়মনসিংহ এরিয়ার এ এস এম মো. সারোয়ার মোর্শেদ, প্রকৌশলী জুয়েল রানা সহ আরো অনেকে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর নূর জাহান ট্রেডার্স সত্ত্বাধকারী লিয়াকত হোসেন লেবু এবং হাসান টেডার্সে আব্দুর রাজ্জাকসহ জেলার সকল রিটেইলার। অনুষ্ঠানে বক্তারা বসুন্ধরা সিমেন্ট এর গুনগত মান ও ব্যবসায়িক গুরুত্বপর্ণ দিক তুলে ধরেন। পরে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
