স্টাফ রিপোর্টার ॥ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) মাহমুদুল হাসান ফেরদৌস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তপন সারওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতি প্রতিরোধ করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এর আগে দুর্নীতিবিরোধী গণসাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।