জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা হল চত্বর মোড়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তর জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিএডিসি’র উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, সাধারণ সম্পাদক আবু হানিফ, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
