ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও জয়িতাদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশণ’র প্রোগ্রামার অফিসার চিত্রা চিসিম, প্রভাষক আবুল হাসেম প্রমূখ। পরে একটি র্যালি বের হয়। র্যালি শেষে জীয়তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করা হয়।
একই সাথে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।