স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় আক্কাছ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার রাতে পৌর শহরের পৌরসভার দিঘারপাড় কান্দাপাড় মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাছ আলী স্থানীয় মৃত আবুল হোসেনের ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌণে ৮টার দিকে বৃদ্ধ আক্কাছ আলী শেরপুর শহর থেকে বাড়ি ফেরার সময় দিঘারপাড় কান্দাপাড় মোড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধ আক্কাছ আলীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
