বিজয়ের ছড়া
মহিউদ্দিন বিন্ জুবায়েদ

আমরা বীর মুক্তি সেনা
বিজয় ফুলে ফুলে,
সাহস বুকে সাহস চোখে
জয়ের মালা গলে।
রক্ত ঢেলে শক্ত ঢিলে
পথ করেছি লাল,
বিজয় দিনে দুঃখ বিনে
খুশিতে আজ ফাল।

ফুটবে ফুল বাজবে ঢোল
বিজয় ছড়া পাঠ,
স্বাধীন চেতা নকঁশি কাঁথা
এইতো খোলা মাঠ।
শান্তি পাই যেদিকে চাই
কত্ত বড় দেশ,
দীর্ঘ ন’ মাস লড়াই করে
বেশ করেছি বেশ।
