রবিবার , ৮ ডিসেম্বর ২০১৯ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্ব সংকটে : ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৯ ৮:২৫ অপরাহ্ণ

বরিশাল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্ব সংকটে। খালেদা জিয়া দুই বছর ধরে জেলে রয়েছেন। এই দুই বছরে বিএনপি দুই মিনিটেরও আন্দোলন করতে পারেনি। শুধু বিদেশিদের কাছে নালিশ করছে। রবিবার দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাদের বাঁচাতে হবে। আর এ জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় দরকার। যেকোনো মূল্যে আওয়ামী লীগে ঐক্যবদ্ধ রাখতে হবে। এখনো চক্রান্ত চলছে, সরকারকে উৎখাতের পাঁয়তারা চলছে। সুবিধাবাদীরা উইপোকার মতো দলকে খেয়ে ফেলবে। তিনি বলেন, টেন্ডারবাজদের দলে দরকার নেই। শীতের অতিথি ও মৌসুমী পাখিদের দরকার নেই। দলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রধান বক্তা ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। স্বাগত বক্তৃতা করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বক্তৃতা করেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স.ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!