শ্যামলবাংলা ডেস্ক : কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন এ অভিনেত্রী। সেখানে নিজেকে পরিচয় করিয়ে দেন ‘মিসেস রশিদ মুখার্জি’ নামে। নিজের ইনস্টাগ্রামে মিথিলা তাদের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জি।’ মূলত এই অভিনেত্রীকে মিথিলা নামেই ডাকেন সবাই। সৃজিত মুখার্জিকে বিয়ের পর মিসেস রশিদ মুখার্জি নাম হয় তার।

৬ ডিসেম্বর বিয়ের কাজটা শেষ করেন মিথিলা ও সৃজিত। এদিন সন্ধ্যায় রেজিস্ট্রি করে একে অন্যের সঙ্গে সারাজীবন কাটানোর জন্য অঙ্গীকারাবদ্ধ হন। বাংলাদেশ থেকে ভারতে যান মিথিলার বাবা-মা, পরিবারের লোকজন। সৃজিতের মা, দিদি উপিস্থিত থেকেছেন বিয়েতে। সৃজিত মুখার্জি জানান, সুইজারল্যান্ডের জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রেজিস্ট্রেশন করছেন মিথিলা।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট মিথিলা বিয়ে করেছিলেন এদশের জনপ্রিয় জনপ্রিয় কণ্ঠ শিল্পী তাহসান খানকে। এই দম্পতির টানা ১১ বছর সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে।
