শ্যামলবাংলা ডেস্ক : রবার্ট ডাউনি জুনিয়র মানেই পর্দায় চমক। ‘আইরনম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ দিয়ে তার বর্তমান জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। ভক্তদের অপেক্ষায় এখন পর্দায় কবে আসবেন তিনি। ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর পর আবারো প্রিয় এ তারকা হাজির হতে যাচ্ছেন। নতুন বছরে শুরুতেই ভক্তদের সামনে হাজির হবেন রবার্ট ডাউনি জুনিয়র।

ড. ডুলিটল এমন একজন মানুষ, যিনি পশুদের সঙ্গেও কথা বলতে পারেন। আর তাকে ঘিরেই কল্পকাহিনি ‘ডুলিটল’ নির্মিত হয়েছে। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘ড. ডুলিটল’র রিমেক হতে যাচ্ছে ‘ডুলিটল’। সিনেমাটি পরিচালক অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিফেন গ্যাঘান।
বিশ্বজুড়ে ২০২০ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ডুলিটল’। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে একইদিনে। ভারতে সিনেমাটি ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি দেওয়া হবে।
