মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার : ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ঝিনাইগাতী উপজেলা টিমের উদ্যোগে ঝিনাইগাতী বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ০৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডি ক্লিনর উপদেষ্টা কবি-সাংবাদিক রফিক মজিদ। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।

বিডি ক্লিন ঝিনাইগাতী উপজেলা সমন্বয়ক আতিকুর রহমানের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি ক্লিন শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজু। বিডি ক্লিনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঝিনাইগাতী বনিক সমিতির সভাপতি বাহার, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী টিটু। ওইসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু চত্ত্বর ইউনিট প্রধান শাহরিয়ার সায়েম, পুলিশ লাইন ইউনিট প্রধান আশরাফুল আলম, মমিনবাগ ইউনিট প্রধান হাসিবুল হাসান শান্ত, মৃগী ইউনিট প্রধান জুয়েল রানা, শের আলী গাজী ইউনিট প্রধান লেমন মিয়া, মিডিয়া ইউনিট প্রধান রাজাদুল ইসলাম বাবু, পায়রা চত্বর ইউনিট প্রধান নূর মোহাম্মদ আকাশ সহকারী ইউনিট প্রধান সাব্বির, তূষার, কারিমুল উপজেলা সহ সমন্বয়ক মহিবুল্লা তুহিন, উপ সমন্বয়ক মিডিয়া মিষ্টার আলী, উপ সমন্বয়ক লজিস্টিক নাদিম হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে ঝিনাইগাতী বাজারের থানা মোড় হতে ঝিনাইগাতী বাজারের একাংশের ময়লা-আবর্জনা ও ড্রেন পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
আয়োজক সংগঠনের ঝিনাইগাতী উপজেলার সমন্বয়ক আতিকুর রহমান বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে। বিডি ক্লিনের এ আয়োজন পর্যায়ক্রমে পুরো শহরে সম্প্রসারণ করা হবে জানিয়ে সবাইকে বিডি ক্লিন ঝিনাইগাতী এর সদস্য ও শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকতে অনুরোধ জানান।
পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিডি ক্লিন ঝিনাইগাতীর এমন সমপোযোগী এ উদ্যোগের প্রসংশা ও সাদুবাদ জানান এবং বিডি ক্লিন ঝিনাইগাতী টিমের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
