শনিবার , ৭ ডিসেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আমন ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সরাসরি কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক বাছাই কাজ উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে লটারির মাধ্যমে কৃষক বাছাই কাজের উদ্বোধন করেন।
ওইসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় কৃষক-কৃষাণী, স্থানীয় গন্যমান্য ও বিভন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে নকলা উপজেলার এক হাজার ২৭৬ জন কৃষককে লটারির মাধ্যমে বাছাই করে প্রতি জনের কাছ থেকে এক মেট্রিক টন করে মোট এক হাজার ২৭৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্যমতে, ইউনিয়নভিত্তিক বরাদ্দ অনুযায়ী গণপদ্দী ইউনিয়নের ১৫০ জন কৃষক, নকলা ইউনিয়নের ১৩৭ জন, উরফার ১৫৪ জন, গৌড়দ্বার ইউনিয়নের ৬৭ জন, বানেশ্বরদীর ১০৬ জন, পাঠাকাটার ১২৩ জন, টালকীর ১২৭ জন, অষ্টধর ইউনিয়নের ১১০ জন, চন্দ্রকোনা ইউনিয়নের ১১৭ জন ও পৌরসভাধীন ১৩৫ জন কৃষক। লটারির মাধ্যমে বাছাই করা প্রতি জন কৃষকের কাছ থেকে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে এক মেট্রিক টন করে আমন ধান সংগ্রহ করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!