ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকালে ধানশাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ফোরামের উদ্যোগে ধানশাইল বাজারে আয়োজিত ওই শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি আনার উল্যাহ, সাধারন সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু প্রমুখ। সমাবেশে মাদক নির্মূল, গ্রেফতারী পরোয়ানা তামিল, বাল্যবিয়ে, গুজবের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখা হয়। এতে ধানশাইল ইউনিয়ন কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
