জামালপুর প্রতিনিধি : জামালপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর শনিবার সকালে সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সকালে সদরের তিতপল্লা ইউনিয়নের গজারিয়া বিলের পাশের ধানক্ষেতে বিবস্ত্র ও অর্ধগলিত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ধানকাটা শ্রমিকরা। ওই সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় করলেও কেউ তাকে শনাক্ত করতে পারেনি। আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির লাশের মাথায় আঘাতের ক্ষত রয়েছে।
পুলিশ ও গ্রামবাসীর ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। তার দেহ পচে গলে চেহারা প্রায় বিকৃত হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া বলেন, ‘অজ্ঞাত ওই ব্যক্তির মাথায় আঘাতের ক্ষত রয়েছে। তার দেহ পচে গলে চেহারা প্রায় বিকৃত হয়ে গেছে। ওই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’