স্টাফ রিপোর্টার ॥ ‘অভিগম্য আগামীর পথে’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট চত্ত্বরে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের একই জায়গায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসনের মগ বিতরণ করেন।
র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, এনডিসি মিজানুর রহমানসহ প্রতিবন্ধী, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।
পরে র্যালি শেষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, দৃষ্টি প্রতিবন্ধী মোহন সরকার, মাহমুদুল হাসান সজিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।

