নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এবং অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ২৮তম আর্ন্তজাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালিতে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক শফিউল আলম লাভলু, অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্রাম হোসেনসহ প্রতিবন্ধীরা অংশগ্রন করেন।
