শ্যামলবাংলা ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গত বছর মুক্তি পায় এই অভিনেতার জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘সাঞ্জু’। এতে তার চরিত্রে অভিনয় করেন বলিউডের লাভার বয় রণবীর কাপুর।
‘সাঞ্জু’ ছবিতে সঞ্জয়ের জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রেমের বিষয়টিও রয়েছে। জানা যায়, খলনায়কখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের ৩০৮ জন গার্লফ্রেন্ডের ছিল।
সঞ্জয়ের পরবর্তী সিনেমা ‘পানিপথ’। বর্তমানে তিনি এ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত।
মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা গার্লফ্রেন্ডের সংখ্যা নিয়ে সঞ্জয়কে প্রশ্ন করেন। জবাবে এই অভিনেতা জানান, এর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ পানিপথ সিনেমায় কৃতি স্যাননের পারফরম্যান্স দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এজন্য কৃতি তার ৩০৯ নম্বর প্রেমিকা হতে পারে।
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে তৈরি হচ্ছে পানিপথ। পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর। এতে আহমদ শাহ আবদালির ভূমিকায় দেখা যাবে সঞ্জয়কে। সঞ্জয়-কৃতি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন অর্জুন কাপুর। আগামী ৬ ডিসেম্বর ‘পানিপথ’ ছবিটি মুক্তি পাবে।
