স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উপলক্ষে শেরপুরে জেলা যুবলীগের আয়োজনে কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের খরমপুরস্থ ভাষাসৈনিক শফি উদ্দিন ভবনে জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল। যুবলীগ নেতা সোলায়মান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবলীগ নেতা ওয়াসিম আকরাম, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ প্রমুখ।
পরে শেখ মনির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত শেষে তার জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মেহেদী ও আব্দুল মতিনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
