স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিতে ডিএপি সারের মূল্য প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ২৫ টাকা থেকে ১৬ টাকায় নামিয়ে আনায় বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি ওই অভিনন্দন জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরিয়া সারের ব্যবহার কমানো ও ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের ব্যবহার বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে ডিএপি সারের ওই মূল্য কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। প্রধানমন্ত্রী কৃষি ও কৃষকের স্বার্থের কথা চিন্তা করে সহসাই তা অনুমোদন দেন। এজন্য তারা কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের প্রতিও অভিনন্দন জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে আবারও প্রমাণ হল, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার।