সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ৭

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুরের ঘটনায় থানায় আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা রুজু হয়েছে। ১ ডিসেম্বর রবিবার রাতে ব্যবসায়ী মানিক মিয়া বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার সিরাজুল ইসলামসহ ২৫ জনকে স্ব-নামে এবং আরও ২০/২৫জন অজ্ঞাতনামা তরুণ-যুবককে আসামি করা হয়েছে। ওই মামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববতী দিঘারপাড় মহল্লার মারুফ মিয়া (২২), নুরুল ইসলাম (২২), আলমগীর (২১), মোফাজ্জল হোসেন (২২) ও রতন মিয়া (১৯) সহ ৭ জনকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনার জের ধরে রবিবার রাত ৮টার দিকে শহরের দিঘারপাড় এলাকার অন্তত: ৪০/৫০ জনের একদল সন্ত্রাসী ধারালো রামদা, লাঠিসোটা নিয়ে খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে অতর্কিত হামলা চালায়। ওইসময় হোটেল আবির-নিবির, জামিল স্টোর, মাসুদের ফলের দোকানসহ অন্তত: ৫টি দোকান ভাংচুর করে সন্ত্রাসীরা। হামলায় হোটেল আবির-নিবিরের ৪ কর্মচারী আহত হয়। আহতরা হচ্ছে রতন মিয়া (১৮), আজিজ মিয়া (২৫), রাকিব (১৮) ও ইউনুস (১৪)। হামলার সময় সন্ত্রাসীরা দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় ৯ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হোটেল আবির-নিবিরের মালিক মানিক মিয়া।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!