স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এক কাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ.এইচ.এম লোকমান। ওই সমাবেশ ও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি কাজী ও অন্যান্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলোর তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে কাজী সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন, শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা কাজী সমিতির সভাপতি খাবিরুল ইসলামসহ উপজেলার সকল নিকাহ রেজিস্ট্রার (কাজীগণ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। ওইসময় বক্তাগণ জন্ম নিবন্ধন সনদ সমস্যা, নোটারি সমস্যা তুলে ধরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শক্ত অবস্থানে থাকার সুপারিশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম লোকমান বলেন, ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত করতে সকলের আত্মচেতনাকে কাজে লাগাতে হবে। সকলের প্রয়াস ও প্রচেষ্টায় সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে সচেতনতা বৃদ্ধি এবং নিকাহ রেজিস্ট্রার (কাজী) দের ভূমিকা রাখতে হবে। একটি আলোকিত সমাজ গড়তে সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে হলে সবার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সেইসাথে আগামী দিনে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।
