ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু বিপিএল’র উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন সালমান-ক্যাটরিনা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২, ২০১৯ ২:০৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাতে টুর্নামেন্টের নামকরণও হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। তাই বিপিএলের এবারের আসরটি বিশেষ মর্যাদা পাচ্ছে। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের সপ্তম আসরের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন নেট দিয়ে সাজানো হচ্ছে উইকেটগুলো। মাঠের পরিচর্যায় আগামী ২ দিন একাডেমি মাঠে বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। আজ ও আগামীকাল বন্ধ থাকার পর ৪ ডিসেম্বর থেকে বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। তখনই ২২ গজে ব্যাট-বলের চূড়ান্ত লড়াইয়ে নেমে পড়বে দলগুলো। স্মরণকালের সবচেয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা আগেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সে লক্ষ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিসিবি। ইতিমধ্যে ৭ দলের অনুশীলনের জন্য তৈরি করা হচ্ছে বিসিবি একাডেমি মাঠ। অনুশীলনের উইকেটগুলোর পরিচর্যাও জোরেসোরে হচ্ছে।

Shamol Bangla Ads

৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড ও দেশীয় তারকারা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওই আয়োজনে দর্শকদের বিনোদিত করতে আসছেন বলিউডের সুপারস্টার সালমান খান। সাল্লু-ভাইজান খ্যাত সালমানের সঙ্গে আসবেন আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান-ক্যাটরিনার উপস্থিতি ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গতকাল ওই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া থাকবেন প্রখ্যাত সংগীত শিল্পী সনু নিগম, কৈলাশ খের। বাংলাদেশ থেকে জেমস ও মমতাজের অংশগ্রহণও নিশ্চিত হয়েছে।

গতকাল জানতে চাইলে শেখ সোহেল বলেছেন, ‘আমরা আগেই বলেছি এবারের আয়োজন হবে ইতিহাসের সেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। আমরা ইতিমধ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে নিশ্চিত করেছি। তারা আসবেন। ওনারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে মমতাজ ও জেমসের বিষয়টিও নিশ্চিত হয়েছে। আরও অনেকে থাকবেন। সবকিছু নিশ্চিত হলে আপনাদের জানাতে পারব। এছাড়া ২ জন বিখ্যাত সংগীত শিল্পী আসবেন। তাদের নামগুলো দুই-একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।’

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে প্রায় ৬ ঘণ্টা। চলবে রাত ১০টা পর্যন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেছেন, দর্শনার্থীদের জন্য গেইট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। আর গেইট বন্ধ হয়ে যাবে সাড়ে ৫টায়। থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। ভিআইপি টিকিট হিসেবে এটি বিক্রি হবে। এছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকিটও বিক্রি করা হবে। অনুষ্ঠানের ২ দিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু বিপিএলের ট্রফির লড়াইটা শুরু হবে ১১ ডিসেম্বর। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। দিনে ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে চিটাগং চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। ওইদিনই সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাঠে নামবে রংপুর রেঞ্জার্স।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!