নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুর রহমান (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার মরিচপুরান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পেছনের ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আব্দুর রহমান স্থানীয় মৌলভীপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
জানা যায়, রবিবার বিকেলে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে মরিচপুরান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পেছনের নির্মাণাধীন ভবনের পেছনের ধানক্ষেতে এলাকাবাসী একটি লাশ দেখতে পায়। পরে সেটি আব্দুর রহমানের বলে শনাক্ত করে তার পরিবারের লোকজন। লাশের পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। নিহতের পরিবারের ধারণা, কেউ হয়তো রাতের কোন এক সময় আব্দুুর রহমানকে হত্যা করে ফেলে রেখেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক করা হয়েছে।