স্টাফ রিপোর্টার ॥ ‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
র্যালিতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবীর সুমন, জেলা ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।