স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে খোলা বাজারে বিদেশ থেকে আমদানী করা পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। ১ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি ওই পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করে। ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ২ কেজি করে ওই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এদিকে খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় উচ্চ মূল্যে বাজারে পাওয় পেঁয়াজের প্রতি চাপ অনেকটা কমে আসবে। সেইসাথে দামও আস্তে আস্তে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, পেঁয়াজে মূল্য বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে টিসিবির উদ্যোগে সারা দেশের ন্যায় শেরপুরে রবিবার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খোলা বাজারে আমদানী করা মিশরীয় বড় বড় সাইজের পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করে। ওইসময় সাধারণ মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ওই পেঁয়াজ কিনতে ভিড় জমান। একটি ছোট ট্রাকে ২ টন পেঁয়াজ বিক্রি করা হলেও সোমবার থেকে টিসিবি’র ওই পেঁয়াজ ৪ টন করে বিক্রি করার কথা রয়েছে।
এদিকে খোলা বাজারে টিসিবির উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অন্যদিকে উচ্চ মূল্যের পুরনো পেঁয়াজের পাশাপাশি বাজারে পেঁয়াজ পাতাসহ কোন কোন এলাকায় নতুন পেঁয়াজ নামতে শুরু করেছে। এতে আগামী ২/৩ সপ্তাহের মধ্যে পেঁয়াজ পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
