ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৯ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার্সা কোচের মতে মেসির হাতে উঠবে ব্যালন ডি’অর

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ব্যালন ডি’অর পুরস্কার কার ঝুলিতে জমা পড়বে? বর্ষসেরা ফুটবলারের তকমা কি এবার মেসির নাকি সিআর সেভেনের! নাকি তাদের থেকে পুরস্কারটি কেড়ে নেবেন ডাচ তারকা ফন ডাইক! এসব প্রশ্নের জবাব মিলবে আগামীকাল প্যারিসে। তার আগেই এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে ফুটবলবিশ্বে। অঙ্ক কষতে বসেছেন সমর্থকরা। ব্যালন ডি’অর পুরস্কারের প্রার্থীদের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতেছেন কেউ কেউ। তবে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য বিষয়টিকে এত কঠিনভাবে নিচ্ছেন না। চোখ বন্ধ করেই তিনি লিওনেল মেসির হাতে এবারের ব্যালন ডি’অর ট্রফিটা দেখছেন। এ নিয়ে প্রশ্ন ছুড়তেই ভালভার্দে বলেন, মেসি ছাড়া আবার কে?

Shamol Bangla Ads

তিনি বলেন, বর্ষসেরা ফুটবলার বাছাইয়ে ভোট দেয়া মোটেও কঠিন বলে মনে করছি না আমি। আপনি যাকে ভোট দেবেন আমিও তাকে ভোট দেব। সেরাকেই ভোট দিতে হলে আসুন মেসিকে দিই, তা হলেই তো সমস্যার সমাধান।
তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের বক্তব্য কিছুটা ভিন্ন। মেসি নয়; লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইকই এবারের ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য বলে মনে করেন ক্লপ।

কিন্তু মেসিকে মোটেই খাটো করে দেখেননি তিনি। তিনি বলেন, ‘এ প্রজন্মের সেরা খেলোয়াড়ের হাতে ব্যালন ডি’অর তুলে দিতে চাইলে সেটির মালিক সবসময় মেসিই হবেন। কিন্তু গত মৌসুমে মেসির চেয়েও ভালো খেলেছেন ভার্জিল ফন ডাইক। জানি না কী ঘটবে তবে আমি মনে করি বর্ষসেরা ফুটবলারের তকমাটা ফন ডাইককে দেয়া উচিত।’ ফন ডাইকের প্রশংসায় যখন ভাসছিলেন লিভারপুলের কোচ, সেদিন রাতেই ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন ও হোভের বিপক্ষে নিজের কারিশমা দেখালেন ফন ডাইক।

Shamol Bangla Ads

২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লিভারপুল। আর ওই ২টি গোলই করেছেন ফন ডাইক। গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ের মূল ভিত্তি ছিল এই ডাচ ডিফেন্ডারের রক্ষণ কৌশল। নিজেকে বিশ্বের সেরা সেন্টার হাফে পরিণত করেছেন ডাইক। এদিকে লা লিগায় আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।

উল্লেখ্য, প্রথমে ফ্রান্স ফুটবল সাময়িকীর এ পুরস্কারের জন্য ৩০ জনের তালিকা তৈরি করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় যে ৩ জনের নাম এসেছে তারা হলেন- লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই ৩ জনের মধ্যে কে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর সেই প্রশ্নে মেসিকেই এগিয়ে রাখছেন বেশিরভাগ বিশ্লেষক। গত মৌসুমে অন্য সব খেলোয়াড়ের তুলনায় তিনি যোজন যোজন দূরে এগিয়ে। ৩২ বছর বয়সী মেসি গত মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে শিরোপা জিতিয়েছেন বার্সাকে এবং তার দল আর্জেন্টিনা কোপা আমেরিকায় ৩য় স্থান অর্জন করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!