ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার থানা কমপ্লেক্স ভবন চত্বরে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি বলেন, জেলা পুলিশ ২৪ ঘণ্টা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে। তিনি যেকোন সমস্যা নিয়ে তার সাথে যোগাযোগের আহ্বান জানান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ারেন্টভূক্ত আসামীদের আইনের হাতে সোপর্দ করতে অভিভাবকদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, ঝিনাইগাতী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমূখ। ওই শান্তি সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগণ ও থানার কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
