স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার, কৃষক, শ্রমিক, মেহনতি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা করা হয়েছে। তবে পূর্বানুমতি না থাকার কারণে পুলিশি বাধায় পদযাত্রাটি প- হয়ে যায়। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর জেলা শাখা ওই পদযাত্রা করে। ওই সময় পুলিশ দলের ৮ নেতা-কর্মীকে আটক করে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর শহরের চকবাজার এলাকার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সিপিবির পদযাত্রাটি শুরু হয়ে মুন্সিবাজার, গোপালবাড়ী, বটতলা, নারায়ণপুর এলাকা হয়ে শেখহাটি বাজারের সন্নিকটে এলে পুলিশ এতে বাধা দেয়। ওই সময় পূর্বানুমতি না নেওয়ার কারণে পুলিশি বাধায় পদযাত্রাটি প- হয়ে যায়। এখান থেকে পুলিশ সিপিবির জেলা শাখার সভাপতি আবুল মুনসুর আহমদ, সাধারণ সম্পাদক ইবনে শফিক মাসুম ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান মিয়াসহ ৮ নেতা-কর্মীকে থানায় নিয়ে যায়। পরে দুপুরের দিকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্বানুমতি না থাকার কারণে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পদযাত্রাটি স্থগিত করে দেওয়া হয়। এ ছাড়া মুচলেকা রেখে নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হয়।
